আজ ১৬ আগস্ট শুক্রবার থেকে শুরু হয়ে গিয়েছে ঝুলনযাত্রা। শ্রীকৃষ্ণের অনুগামীদের কাছে ঝুলন পূর্ণিমা একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। শ্রাবণ মাসের অমাবস্যার পরের একাদশী থেকে শ্রাবণী পূর্ণিমা বা রাখী পূর্ণিমা পর্যন্ত চলে এই উৎসব। সাধারণত এই সময় অনেক বাড়িতেই রাধা কৃষনের ঝুলন উৎসব পালন করা হয়। তবে জ্যোতিষশাস্ত্র মতে এই দিন কিছু টোটকা করলে তা শুভ ফলদায়ক হয়। সৌভাগ্য সহায় থাকে আপনার। দেখে নিন কী কী করবেন ঝুলনের দিন –

ঝুলনযাত্রার দিন অবশ্যই রাধাকৃষ্ণের মূর্তি বা ছবি দোলনায় দোলান। এই কাজটা বাড়ির প্রত্যেকটা সদস্য করবেন। এবং এই পাঁচ দিন রাধাকৃষ্ণের মূর্তি দোলনাতেই রাখুন।

এই পাঁচ দিন প্রত্যেক দিন রাধাকৃষ্ণের মূর্তি কাঁচা দুধ, সাদা চন্দন, ঘি, মধু ও গোলাপ জল দিয়ে স্নান করান।

শ্রীকৃষ্ণকে হলুদ রঙের বস্ত্র এবং হলুদ রঙের ফুল দিয়ে খুব ভাল করে সাজান। শ্রীকৃষ্ণের পছন্দ মতো নৈবেদ্য দিয়ে পুজো করুন।

এই দিন একটা ঘটিতে কিছুটা গঙ্গাজল, কিছুটা গঙ্গামাটি এবং সামান্য ইন্দ্র যব একসঙ্গে মিশিয়ে একটা তামার পাত্রের ওপর শ্রীকৃষ্ণের অভিষেক করুন। এর ফলে বাড়িতে নানা দিকে উন্নতি হতে দেখা যায়।

এই পাঁচ দিন অবশ্যই বাড়িতে সকাল সন্ধ্যা গীতা পাঠ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here