হিন্দু ধর্মে মহালয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন অনেকেই নিজের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন। মনে করা হয় এই রীতির মাধ্যমে তাঁদের বিদেহী আত্মার মুক্তি ঘটে, পাশাপাশি পূর্বপুরুষদের আশীর্বাদও লাভ করা যায়। এই দিনে বিশেষ কিছু কাজ করলে জীবন হয়ে যেতে পারে ছারখার।

এই দিন একেবারেই চুল-দাড়ি এবং নখ কাটতে নেই।

মহালয়ার দিন কাউকে কিছু ধার দিতে নেই।

মহালয়ার দিন ভুলেও বাড়িতে কোনও মাঙ্গলিক কাজ করবেন না।

বাড়ি, গাড়ি বা অন্যান্য কিছু যদি নতুন করে কেনার প্রয়োজন থাকে, তা হলে এই দিনটি এড়িয়ে চলাই ভালো। এদিন নতুন কিছু কেনা উচিত নয়।

বাড়িতে কোনও দরিদ্র ব্যক্তি আসেন তাহলে তাঁকে এই দিন একেবারেই খালি হাতে ফেরানো উচিত নয়। এই দিন দান করলে পুণ্য লাভ করা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here