প্রয়াত ‘বাঘা যতীন’ ছবির পরিচালক অরুণ রায়। বয়স হয়েছিল ৫৩ বছর। বিগত কয়েকদিন ধরেই ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পরিচালকের অসুস্থতার খবর পেয়েই ব্যস্ততা সরিয়ে হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন ‘বাঘা যতীন’ দেব। শেষশ্রদ্ধা জানাতে পরিচালকের দেহ রাখা হয় টেকনিশিয়ান স্টুডিয়োতে।
ক্যানসার বাসা বেঁধেছিল সদ্যপ্রয়াত পরিচালকের শরীরে। এক বছরেরও বেশি সময় ধরে ভুগছিলেন সেই রোগে। আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন টলিউডের এই পরিচালক। এর মধ্যে হাসপাতালে গিয়ে পরিচালককে দেখে এসেছিলেন স্বয়ং দেব। হাসপাতালে অরুন রায়ের পাশে সবসময় ছিলেন কিঞ্জল নন্দ। অরুণ রায়ের পরিচালনায় ‘হীরালাল’ ছবির মাধ্যমে প্রথমবার বড়পর্দায় কাজ করেন কিঞ্জল। প্রথম ছবিতেই দারুণ প্রশংসা পেয়েছেন অভিনেতা। এরপর অরুন রায়ের পরিচালনাতেই ‘৮/১২’ ছবিতেও অভিনয় করেন কিঞ্জল।
পরিচালকের অবস্থার অবনতির কথাও সমাজ মাধ্যমে জানিয়েছিলেন কিঞ্জল। বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক। তাঁর মৃত্যুতে শোকাহত টলিপাড়া।