হিন্দু ধর্মে সূর্যের বিশেষ গুরুত্ব রয়েছে। আর এই সূর্য বিভিন্ন সময় নিজের অবস্থান পাল্টান। সূর্য, যাঁদের কোষ্ঠীতে ভাল জায়গায় রয়েছে, তাঁদের বহু জায়গা থেকে লাভ হয়। বর্তমানে সূর্য বৃশ্চিক রাশিতে রয়েছেন। ১৫ ডিসেম্বর, রবিবার তিনি রাশি পরিবর্তন করতে চলেছেন। তিনি এরপর ধনু রাশিতে প্রবেশ করবেন। আর ১৫ ডিসেম্বর, রবিবার এই ধনুর রাশি পরিবর্তনের নির্দিষ্ট সময় রয়েছে। ধনু সংক্রান্তির তিথি দেখে নিন।

সূর্যদেব যে রাশিতে যান, সেই রাশির নামে হয় সংক্রান্তির নাম। সূর্য, ধনু রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গেই শুরু হবে খরমাস। ভগবান সূর্য ধনু রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে খরমাসে কোনও শুভ কাজ করা হয় না। খরমাস পার হলে, তারপর থেকে হবে শুভ কাজ। এই সময় বিয়ের বাগদান, নামকরণ, গৃহপ্রবেশ করানো হয় না। দেখে নেওয়া যাক, ১৫ ডিসেম্বর ২০২৪ সালে বছরের শেষ সংক্রান্তি কখন থেকে পড়বে।

ধনু সংক্রান্তির পূণ্যকাল:-

১৫ ডিসেম্বর ২০২৪ সালে রয়েছে ধনু সংক্রান্তি। ধনু সংক্রান্তির পূণ্যকাল ১৫ ডিসেম্বর দুপুর ১২ টা ১৬ মিনিটে শুরু হবে। আর সন্ধ্যা ৫ টা ২৬ মিনিটে শেষ হবে সংক্রান্তির তিথি। ধনু সংক্রান্তিতে মহাপূণ্যকাল দুপুর ৩ টে ৪৩ মিনিটে শুরু হবে। আর সন্ধ্যা ৫ টা ২৬ মিনিট পর্যন্ত এই পূণ্যকাল থাকবে।

ধনু সংক্রান্তির ব্রহ্মমুহূর্ত:-

ধর্মীয় বিশ্বাস অনুসারে, সংক্রান্তিতে ব্রাহ্ম মুহুর্তে ধনু রাশির ওঠা উচিৎ। এর পর পবিত্র নদীতে স্নান করতে হবে। যে ব্যক্তি এটি করে সে সুস্থ থাকে এবং নবায়নযোগ্য পুণ্য ইত্যাদির ফল লাভ করে। ধনু সংক্রান্তির বিশেষ দিনে, শুভ সময়ে ভগবান সত্যনারায়ণকে পাঠ করা এবং শ্রবণ করা উচিৎ।

সূর্যদেবের পুজো:-

ধনু সংক্রান্তির দিনে সূর্যের পূজা করা হয়। এই দিনগুলিতে ভগবান সূর্যের পূজা করারও বিশেষ তাৎপর্য রয়েছে। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে, যিনি ধনু সংক্রান্তির দিনে সূর্যের পূজার পাশাপাশি দান করেন, ভগবান সূর্য প্রসন্ন হন এবং তাঁর উপর বিশেষ আশীর্বাদ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here