সম্প্রতি, ‘পুষ্পা ২’-এর নায়ক অল্লু অর্জুন আইনি গেরোয় ফেঁসেছেন। তাঁর ছবি দেখতে এসে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁর কিশোর পুত্র। এত কিছুর পরেও পশ্চিমবঙ্গে রমরমিয়ে চলছে ‘পুষ্পা ২’। আর তাতে কু-প্রভাব পড়ছে বাংলায় নির্মিত সিনেমাগুলির। তার মধ্যে রয়েছে ‘খাদান’, ‘সন্তান’, ‘চালচিত্র’। এই ছবিগুলি প্রেক্ষাগৃহ পাচ্ছে না বলেই খবর। এ নিয়ে সরব হয়েছেন অভিনেতা-সাংসদ দেব।
পোস্ট অনুযায়ী, রাজ্যের হলমালিক, পরিবেশকদের ভূমিকায় দেব যথেষ্ট ক্ষুণ্ণ। সেই অনুভূতি তাঁর লেখা প্রতিটি বাক্যে ছড়ানো। শুধুই অগ্রিম বুকিং নয়, নির্দিষ্ট সংখ্যক শো পাওয়া নিয়েও লড়াই জারি রাখছেন তিনি, এমনই বক্তব্য প্রযোজক-অভিনেতার।
২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে দেবের ‘খাদান’। ছবিমুক্তির আগে বুধবার সমাজমাধ্যমে ক্ষোভে ফেটে পড়ে তিনি লিখলেন, “এখনও ‘খাদান’-এর অগ্রিম বুকিং শুরু হয়নি বলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করছি। এর জন্য দায়ী ভিন্ন ভাষার ছবি।