দেখতে দেখতে কেটে গেল একটি বছর। ২০২৫ সালকে সাদরে আমন্ত্রণ জানানোর জন্য অপেক্ষা করছেন সকলে। যদি আপনি এই নতুন বছরেই চাকরিতে পদোন্নতি পেতে চান, বাস্তুটি কাটাতে চান, আর্থিকদিকে আরও লাভ করতে চান, পরিবারের সদস্যদের সঙ্গে সুখে থাকতে যান, তাহলে অবশ্যই এই টিপসগুলি মানতে পারেন। সেই সঙ্গে আপনার বাড়িতে ঘোড়ার ছবি রাখতে পারেন। যাতে কিন্তু আপনার জীবনের সফলতা নিশ্চিত। জেনে নিন, কেমন ঘোড়ার ছবি বাড়িতে রাখা শুভ, জানুন।

ঘোড়ার সাদা রঙয়ের ছবি

যদি আপনি বাড়িতে ঘোড়ার সাদা রঙয়ের ছবি ঝুলিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে। দূর হবে নেতিবাচক শক্তি। চাকরি থেকে ব্যবসাতে সফলতা আসবে। সেই সঙ্গে আপনি জীবনে অনেক এগিয়ে যেতে পারবেন। কোনও কাজেই কিন্তু আপনি পিছিয়ে যাবেন না।

কেমন ছবি রাখবেন

বাড়িতে বা কোনও অফিসে বা ব্যবসার জায়গায় সাদা ঘোড়ার ছবি ঝুলিয়ে রাখা খুব ভালো। তবে সাতটি ঘোড়ার ছবি একসঙ্গে দৌড়াচ্ছে এমন ছবি রাখবেন। এতে কিন্তু আপনার ব্যবসাতে খুব সফলতা আসবে। তবে কোনও ঘোড়াকে লাগাম বাধা অবস্থায় রয়েছে এমন ছবি রাখবেন না। এতে কিন্তু আপনার আর্থিক দিকে অসুবিধায় পড়তে হতে পারে। জীবনে নানা সমস্যাও আসবে।

ডাইনিং রুম

বাড়িতে সাদা ঘোড়ার ছবি টাঙ্গালে পূর্ব দিকে টাঙ্গানো ভাল। এতে আপনার সম্মান বৃদ্ধি হবে। কর্মজীবনে উন্নতি হবে। আর যদি আপনি ডাইনিং রুমে রাখেন এই ছবি রাখেন, তাহলে দক্ষিণ দিকে রাখবেন।

ঘোড়া দৌড়াচ্ছে এমন ছবি লাগান

তবে ভুলেও ঘোড়া বসে আছে এমন ছবি লাগাবেন না। ঘোড়া ছুটছে এমন ছবি লাগান। অফিসে সাদা ঘোড়ার ছবি লাগালে দক্ষিণ দিকে লাগাবেন। মনে রাখবেন দক্ষিণ দিকে ঘোড়ার দৌড়াচ্ছে এমন ছবি লাগালে আপনার বেতন খুব তাড়াতাড়ি বাড়তে থাকবে আপনার।

ঘোড়ার মূর্তি রাখুন এখানে

বাড়ির প্রধান দরজার সামনে যদি ঘোড়ার মূর্তি রাখতে পারেন, তা কিন্তু খুব ভাল হবে। তবে ঘোড়ার মুখ যেন বাইরের দিকে থাকে। তবেই কিন্তু আপনি সকল কাজে এগিয়ে যেতে পারবেন। আর্থিক দিকেও আপনার লাভ হবে। পরিবারেও সকল সদস্যের সঙ্গে আপনি সুখে থাকতে পারবেন। তাই বাড়িতে ঘোড়ার ছবি লাগলে এইগুলি অবশ্যই মাথায় রাখতে হবে আপনাকে। নালেই বিপদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here