১ ফেব্রুয়ারি সংসদে ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শুক্রবার থেকে শুরু হয়েছে বাজেটের ‘লক-ইন পিরিয়ড’, যাকে বলে নিশ্ছিদ্র নিরাপত্তা।  এত সচেতনতা সত্ত্বেও ১৯৫০ সালে লিক হয়েছিল বাজেট।

১৯৫০ সালে দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের মিন্টো রোডের প্রেস থেকে লিক হয়ে গিয়েছিল সে বছরের কেন্দ্রীয় বাজেট। এই ছাপাখানা থেকেই তত দিন পর্যন্ত বাজেট ছাপানো হতো। সেই সময়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন জন মাথাই। স্বাধীন ভারতে তিনি দু’বার বাজেট পেশ করার সুযোগ পেয়েছিলেন।

নামজাদা প্রথম সারির ব্যক্তিত্বের প্রভাবে পড়ে বাজেট তৈরির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। বাজেট লিক হওয়ায় বার বার বিরোধীদের তোপের মুখে পড়তে হয়ে তাঁকে। বাজেট পেশের পরই প্ল্যানিং কমিশনের বিরোধিতা করে তিনি পদত্যাগ করেছিলেন। সেই ঘটনার পর আরও গোপন স্থানে বাজেট ছাপার সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯৮০ সাল থেকে নর্থ ব্লকের বেসমেন্টে সরকারি ছাপাখানায় বাজেট মুদ্রণের প্রক্রিয়া শুরু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here