কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের উদ্যোগে আয়োজিত মিডিয়া ফুটবল টুর্নামেন্টে সেরাদের উৎসাহ দিয়ে গেলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, ‘কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবকে ধন্যবাদ এমন সুন্দর একটি টুর্নামেন্ট করার জন্য। খেলার প্রসারে ক্রীড়া সাংবাদিকদের আরও বেশি করে এগিয়ে আসতে হবে।’

চ্যাম্পিয়ন এবং রানার্স টিমের হাতে ট্রফি তুলে দেন সদ্য বাংলাকে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন করা কোচ সঞ্জয় সেন। ছিলেন ‘অর্জুন’ ফুটবলার শান্তি মল্লিক, দীপেন্দু বিশ্বাস, আইএফএর সচিব অনির্বাণ দত্ত-সহ আরও অনেক বিশিষ্টরা। সঞ্জয় সেনকে বিশেষ মোমেন্টো দিয়ে সংবর্ধনা জানানো হয় সিএসজেসির পক্ষ থেকে। সঞ্জয় সেন বলে গেলেন, ‘বাংলার খেলাকে এগিয়ে নিয়ে যেতে মিডিয়াকেও বড় দায়িত্ব নিতে হবে। শুধু বড় টিমের খবর নয়, সব খেলাকে তুলে ধরতে হবে।’

মহিলা সাংবাদিকদের নিয়েও একটি জমজমাট ম্যাচ হল ক্লাবের মাঠে। সব মিলিয়ে, দু’দিনের ফুটবল মিডিয়া টুর্নামেন্ট ধরা দিল অনেক অনেক ভালো মুহূর্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here