প্রতারণার মামলায় বলিউড অভিনেতা ধর্মেন্দ্রকে সমন পাঠাল দিল্লির আদালত। অভিযোগ, দিল্লির রেস্তরাঁ ‘গরম গরম ধাবা’-য় বিনিয়োগের নাম করে প্রতারণা করেছেন অভিনেতা। ধর্মেন্দ্রর পাশাপাশি আরও দু’জনকে ওই সমন পাঠানো হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।
সমনটি জারি করেছেন পটিয়ালা হাউস আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যশদীপ চহল। আদালত সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে অভিনেতা ধর্মেন্দ্র ওরফে ধরম সিংহ দেওল-সহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন দিল্লির ব্যবসায়ী সুশীল কুমার। তাঁর দাবি, ‘গরম গরম ধাবা’ নামে এক রেস্তরাঁর ব্যবসায় বিনিয়োগের নাম করে তাঁর সঙ্গে প্রতারণা করেছেন অভিনেতা।
২০১৮ সালের এপ্রিল মাসে উত্তরপ্রদেশে ৯ ও ২৪ নম্বর জাতীয় সড়কের উপর ‘গরম গরম ধাবা’-র একটি শাখা খোলার জন্য বিনিয়োগের প্রস্তাব নিয়ে ওই ব্যবসায়ীর কাছে গিয়েছিলেন দুই ব্যক্তি। সেই মতো প্রায় ৬৩ লক্ষ টাকা বিনিয়োগ করে বসেন সুশীল। রেস্তরাঁর জন্য ওই বছরই সেপ্টেম্বর মাসে নাকি একটি জমিও কেনা হয়। কিন্তু ওই ব্যবসায়ী সেই জমি কখনওই দেখেনইনি! এমনকি, বিনিয়োগের পরে অভিযুক্তেরা কেউ তাঁর সঙ্গে আর দেখাও করেননি! এর পরেই আদালতের দ্বারস্থ হন সুশীল।
গত ২০২০ সালের ৯ অক্টোবর ওই মামলায় এফআইআর নথিভুক্ত করার আবেদন খারিজ করে দিয়েছিল আদালত। তবে সেই সময় থেকেই অভিযোগটি গুরুত্ব দিয়ে দেখে এসেছে আদালত। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে ওই মামলার শুনানি শুরু হবে।