সদ্য প্রয়াত হয়েছে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তারপরই তাঁর স্ত্রী মীরাকে চিঠি পাঠালেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। চিঠিতে রাহুল লিখেছেন, ‘‘ভারত এমন এক জন ব্যক্তিকে হারাল, যাঁর উচ্চাভিলাষী দূরদৃষ্টি পশ্চিমবঙ্গকে সুসংহত রূপ দিয়েছে।’’

সদ্য স্বামীহারা মীরা ভট্টাচার্যকে পাঠানো চিঠিতে রাহুল লিখেছেন, ‘‘আদর্শগত গোঁড়ামির সীমা অতিক্রম করে, নানা প্রতিকূলতার মোকাবিলা করে নি বাংলার উন্নয়নে নতুন যুগের সূচনা করেছিলেন।’’ সেই সঙ্গেই কংগ্রেসের প্রাক্তন সভাপতির মন্তব্য, সিপিএমের প্রতি বুদ্ধবাবুর অনবদ্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীর অসাধারণ মেধা এবং উদার হৃদয়ের প্রসঙ্গও উল্লিখিত হয়েছে মীরাকে পাঠানো রাহুলের চিঠিতে। ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মহাকরণে প্রত্যাবর্তনের পর বুদ্ধদেব দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বাংলার প্রতি আস্থা ফেরাতে সক্রিয় হয়েছিলেন। এই নিয়ে বিরোধী দল তো বটেই বামফ্রন্টের অন্দরেও বহু তর্ক বিতর্ক চলেছিল। রাহুল গান্ধী সেস ব বিষয়ের দিকেই ইঙ্গিত করতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here