প্রত্যেক বছরের মতো এবারেও হিসাব করা হয়েছে মোট কোন জিনিসটি ২০২৪ সালে বেশি অর্ডার করা হয়েছে। বর্তমান সময় কিছু খাওয়ার বা সঙ্গে সঙ্গে কিছু প্রয়োজন হলেই মোবাইলে অ্যাপ খুলে অর্ডার দিলেই নিমেষে দরজায় সামনে হাজির হয়ে যায়। তা সে খাবারই হোক বা কোনও নিত্য প্রয়োজনও জিনিস।

তেমনই বছর শেষে এই খাবার অর্ডারেরই রিপোর্ট কার্ড প্রকাশ করল সুইগি। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত অ্যাপে খাবারের অর্ডারের হিসাব কষে দেখা গিয়েছে, এ বছরেও সবথেকে বেশি অর্ডার হয়েছে বিরিয়ানি।

শুধুমাত্র সুইগির মাধ্যমে চলতি বছরে ৮৩ মিলিয়ন অর্থাৎ ৮ কোটি ৩০ লক্ষ বিরিয়ানি অর্ডার করেছে দেশবাসী। অর্থাৎ গড়ে প্রতি মিনিটে ১৫৮ প্লেট বিরিয়ানি অর্ডার হয়েছে। এই নিয়ে একটানা নবমবার বিরিয়ানি বছর সেরার শিরোপা পেল।

প্রতি সেকেন্ডে ২ প্লেট বিরিয়ানি অর্ডার! ভাবতে পারেন? এর মধ্যে আবার সবার ফেভারিট চিকেন বিরিয়ানি। প্রায় ৫ কোটি অর্ডার এসেছে চিকেন বিরিয়ানির।

কোন শহর সবথেকে বেশি বিরিয়ানি অর্ডার করেছে জানেন? লখনউ বা কলকাতা নয়, সবথেকে বেশি বিরিয়ানির অর্ডার এসেছে হায়দরাবাদ থেকে। ৯৭ লক্ষ অর্ডার এসেছে নিজামের শহর থেকে। এরপরে রয়েছে বেঙ্গালুরু, তারপর চেন্নাই।

জনপ্রিয়তার নিরিখে বিরিয়ানির পর দ্বিতীয় স্থানে রয়েছে ধোসা। চলতি বছরে ২৩ মিলিয়ন অর্থাৎ ২.৩ কোটি ধোসা অর্ডার হয়েছে সুইগিতে।

তবে মধ্য রাতে খিদে মেটানোয় দ্বিতীয় স্থানে রয়েছে বিরিয়ানি। রাত ১২টা থেকে রাত ২টোর মধ্যে সবথেকে বেশি অর্ডার হয়েছে চিকেন বার্গার।

বর্তমানে ট্রেনেও খাবার পরিবেশন করে এই অনলাইন ডেলিভারি সংস্থাগুলি। সেখানেও দেখা গিয়েছে, ট্রেনে সবথেকে বেশি অর্ডার হয়েছে বিরিয়ানিই।

গত বছর সুইগি ইন্সটামার্টে সর্বোচ্চ বিক্রি হয়েছিল কন্ডোম। একদিনে ১০ হাজার কন্ডোম অর্ডার হয়েছিল।

সেখানেই এই বছর ইন্সটামার্টে সবথেকে বেশি অর্ডার হয়েছে বেডশিট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here