ফের কলকাতায় পথ দুর্ঘটনা। তাতে মৃত্যু হল এক স্কুলপড়ুয়ার। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সল্টলেকে। দু’টি বাসের রেষারেষিতে মৃত্যু হয়েছে চতুর্থ শ্রেণির ছাত্রের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম আয়ুষ পাইক। বয়স ১১ বছর। সে কেষ্টপুরের একটি স্কুলে পড়ত। বাড়ি মানিকতলা।
কীভাবে হল দুর্ঘটনা
মায়ের সঙ্গে স্কুল থেকে স্কুটিতে চেপে ফিরছিল শিশুটি। আচমকা সল্টলেকের ২ নম্বর গেটের সামনে সল্টলেক-হাওড়া রুটের বাসের ধাক্কায় স্কুটি থেকে পড়ে যায় সে। শিশুটিকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার মৃত্যু হয়। শিশুটির মাকেও ভর্তি করানো হয়েছে হাসপাতালে।
দুর্ঘটনার পর পথ অবরোধ করেন স্থানীয়েরা। অবরোধকারীদের সঙ্গে দফায় দফায় কথাবার্তা বলেছে পুলিশ। তার পরেও ওঠেনি বিক্ষোভ।