হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়, রুদ্রাক্ষ দেবাদিদেব মহাদেবের কাছে বিশেষ প্রিয়। এই কারণে মহাদেবের আশীর্বাদ পাওয়ার জন্য অনেকে রুদ্রাক্ষ ধারন করেন। এতে তাঁর প্রতিটি কাজই সফল হয়। বিশ্বাস করা হয় যে রুদ্রাক্ষ পরিধান করলে রক্তচাপ সংক্রান্ত রোগ, হৃদরোগ সহজে ব্যক্তিকে প্রভাবিত করে না। তবে রাশিচক্র অনুসারে রুদ্রাক্ষ পরিধান করলে ভাল ফল মেলে।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্যের ইচ্ছা পূরণের জন্য সর্বদা রাশিচক্র অনুসারে রুদ্রাক্ষ পরা উচিৎ। দেখে নিন রাশি ভেদে কার কেমন রুদ্রাক্ষ পরিধান করা ভাল-
মেষ – এক মুখী, তিন মুখী বা পাঁচ মুখী রুদ্রাক্ষ
বৃষ – চার মুখী, ছয় মুখী বা চৌদ্দ মুখী রুদ্রাক্ষ
মিথুন – চার মুখী, পাঁচ মুখী এবং তেরো মুখী রুদ্রাক্ষ
কর্কট – তিন মুখী, পাঁচ মুখী বা গৌরী-শঙ্কর রুদ্রাক্ষ
সিংহ – এক মুখী, তিন মুখী এবং পাঁচ মুখী রুদ্রাক্ষ
কন্যা- চার মুখী, পাঁচ মুখী এবং তেরো মুখী
তুলা – চার মুখী, ছয় মুখী বা চৌদ্দ মুখী রুদ্রাক্ষ
বৃশ্চিক – তিন মুখী, পাঁচ মুখী বা গৌরী-শঙ্কর রুদ্রাক্ষ
ধনু – এক মুখী, তিন মুখী বা পাঁচ মুখী রুদ্রাক্ষ
মকর – চার মুখী, ছয় মুখী বা চৌদ্দ মুখী রুদ্রাক্ষ
কুম্ভ – চার মুখী, ছয় মুখী বা চৌদ্দ মুখী রুদ্রাক্ষ
মীন- তিন মুখী, পাঁচ মুখী বা গৌরী-শঙ্কর রুদ্রাক্ষ