জ্যোতিষমতে, কারও গ্রহ বা নক্ষত্রে দোষ থাকলে তা তার জীবনে কু প্রভাব ফেলে। এর জন্য অনেকে জ্যোতিষিদের পরামর্শে রত্ন ধারন করেন। তবে এছাড়াও সেই সব গ্রহদের প্রসন্ন করতে পারলে কুপ্রভাব অনেকটাই কমে। জ্যোতিষ মেনে দেখে নিন কী করবেন-

• যদি কারও জন্ম ছকে রবি শুভ না হয় তবে প্রতি রবিবার উপবাস করে গম, আখ, আখের গুড়, হলুদ দান করলে ভাল ফল পাওয়া যায়। এছাড়া প্রতিদিন তামার পাত্রে জল রেখে সূর্যমন্ত্র জপ করে সেই জল সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করতে পারেন। প্রতিদিন তামার পাত্রে খাবার খান। কাঁচা নুন খাবেন না।

• যদি চন্দ্র অশুভ হয়ে থাকে তাহলে প্রতি সোমবার উপবাস করলে সুফল পাওয়া যায়। প্রতি সোমবার দুধ, চাল, দই, রুপো কোনও মহিলাকে দান করলে ভাল ফল পাওয়া যাবে। এছাড়া বাড়ির মহিলাদের সম্মান দিতে হবে।

• যদি কারও মঙ্গল খারাপ থাকে তাহলে মঙ্গলবার উপবাস থেকে মুসুর ডাল, মিষ্টি দান করলে ভাল ফল পাওয়া যাবে।

• বুধ অশুভ হলে প্রতি বুধবার উপবাস করে সবুজ মুগ ডাল, সবুজ বস্ত্র দান করলে বুধকে তুষ্ট করা যাবে।

• জন্ম ছকে বৃহস্পতি অশুভ হলে প্রতি বৃহস্পতিবার উপবাস করে কাঁচা হলুদ জলে দিয়ে স্নান করলে এবং হলুদ বস্ত্র দান করলে শুভ ফল পাওয়া যেতে পারে।

• শুক্র যাদের অশুভ, তারা প্রতি শুক্রবার উপবাস করে দই, চাল, দুধ গরুকে খাওয়ান।

• শনি অশুভ হলে প্রতি শনিবার উপবাস করে তিল, একটি লোহার পাত্র এবং নীল রঙের বস্ত্র দান করুন।। হনুমান চালিশা পাঠ করতে পারেন।

• রাহু অশুভ থাকলে প্রতি শনিবার উপবাস করতে হবে। এছাড়া ওইদিন কালো বস্ত্র, কালো সরষে, অরহর ডাল দান করবেন। কোনও ব্যক্তি কে বিয়েতে যে কোনো ভাবে সাহায্য করবেন।

• কেতু অশুভ হলে প্রতি শনিবার উপবাস করবেন। তিল,লেবু,কলা দান করতে পারেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here