আজ বিজয়া দশমী। উমার স্বামীগৃহে ফেরার পালা। আবার এক বছরের অপেক্ষা। মা চলে যাচ্ছেন এ বড় বিষাদ্ময়, আবার মা আসবেন এই আশা, অপেক্ষাও আনন্দের। মহামায়ার বিদায়বেলায় জেনে নিন ২০২৫-২০২৯ সাল পর্যন্ত দুর্গাপুজোর নির্ঘন্ট।

২৯ সেপ্টেম্বর, ২০২৫ (সোমবার) মহাসপ্তমী (১২ আশ্বিন ১৪৩২) ৷ ৩০ সেপ্টেম্বর, (মঙ্গলবার), মহাষ্টমী, কুমারী পুজো, সন্ধিপুজো (১৩ আশ্বিন ১৪৩২)৷ ১ অক্টোবর (বুধবার) ২০২৫, মহানবমী, বলিদান (১৪ আশ্বিন ১৪৩২), ২ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৫, (১৫ আশ্বিন, ১৪৩২) সিঁদুরখেলা, বিজয়া দশমী ৷

১৮ অক্টোবর (রবিবার), ২০২৬, মহাসপ্তমী (১ কার্তিক ১৪৩৩), ১৯ অক্টোবর (সোমবার), ২০২৬, মহাষ্টমী, কুমারী পুজো, সন্ধিপুজো, মহানবমীর সূচনা (২ কার্তিক ১৪৩৩) ৷ ২০ অক্টোবর (মঙ্গলবার), ২০২৬, মহানবমী, বলিদান, (৩ কার্তিক ১৪৩৩), ২১ অক্টোবর (বুধবার), ২০২৬, সিঁদুর খেলা, বিজয়া দশমী (৪ কার্তিক ১৪৩৩) ৷

২০২৭ (১৪৩৪ সন) সালের দুর্গাপুজোর দিনক্ষণ দেখুন একনজরে ৷ ৬ অক্টোবর (বুধবার), ২০২৭, মহাসপ্তমী (২০ আশ্বিন, ১৪৩৪), ৭ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৭ মহাষ্টমী, কুমারী পুজো, সন্ধিপুজো, মহানবমীর সূচনা (২১ আশ্বিন, ১৪৩৪)। ৮ অক্টোবর (শুক্রবার), ২০২৭, মহানবমী, বলিদান, দশমী (২২ আশ্বিন, ১৪৩৪), ৯ অক্টোবর (শনিবার), ২০২৭, সিঁদুর খেলা, বিজয়া দশমী (২৩ আশ্বিন, ১৪৩৪)৷

২৫ সেপ্টেম্বর (সোমবার), ২০২৮, মহাসপ্তমী (৯ আশ্বিন ১৪৩৫), ২৬ সেপ্টেম্বর (মঙ্গলবার), ২০২৮, মহাষ্টমী, কুমারী পুজো, সন্ধিপুজো, মহানবমীর সূচনা, (১০ আশ্বিন ১৪৩৫) ৷ ২৭ সেপ্টেম্বর (বুধবার), ২০২৮, মহানবমী, বলিদান, দশমী (১১ আশ্বিন ১৪৩৫), ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), ২০২৮, সিঁদুর খেলা, বিজয়া দশমী (১২ আশ্বিন ১৪৩৫) ৷

১৩ অক্টোবর, (শনিবার), ২০২৯, মহাসপ্তমী (২৭ আশ্বিন, ১৪৩৬), ১৪ অক্টোবর (রবিবার), ২০২৯, মহাষ্টমী, কুমারী পুজো, সন্ধিপুজো (২৮ আশ্বিন ১৪৩৬)৷ ১৫ অক্টোবর (সোমবার), ২০২৯ মহানবমী, বলিদান, (২৯ আশ্বিন ১৪৩৬), ১৬ অক্টোবর (মঙ্গলবার) ২০২৯, সিঁদুর খেলা, বিজয়া দশমী (২৯ আশ্বিন ১৪৩৬) ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here