নতুন বছর অর্থাৎ ২০২৫ সাল অত্যন্ত শুভ হতে চলেছে কিছু রাশির ব্যক্তিদের। রাহু ইতিমধ্যে মীন রাশিতে রয়েছে।
এর সঙ্গে সূর্য মীন রাশিতে প্রবেশ করবে ১৪ মার্চ। বুধ ২৭ জানুয়ারি, ২৮ ফেব্রুয়ারিতে মীন রাশিতে প্রবেশ করবে। এই শুভ চার গ্রহের মিলনে তৈরি হবে ‘ চতুর্গ্রহী যোগ’। যোগের প্রভাবে জীবনে সাফল্য আসতে চলেছে, কাদের।
বৃষ রাশি
বৃষ রাশির ব্যক্তিদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। ভাগ্যের দ্বার খুলবে আপনার। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনার। তাছাড়া আপনার দীর্ঘদিন ধরে যে কাজ আটকে রয়েছে, সেই কাজেও সফলতা আসবে। চাকরিতে পদোন্নতি বাড়বে। সমাজে সম্মান বাড়বে। রাজনীতিতে যারা যুক্ত তাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। পারিবারিক জীবনেও আপনি খুব সুখী হবেন। সন্তানদের কোনও শুভ খবরে আপনার মনে খুশি লেগে থাকবে। তাছাড়া সমাজে সম্মান বাড়বে। বাবা-মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে এই রাশির ব্যক্তিদের।
মীন রাশি
মীন রাশির জাতক-জাতিকাদের উপর যোগের শুভ প্রভাব পড়বে। এই সময় আপনি বড় কোনও কাজের সিদ্ধান্ত নিতে পারেন। তাছাড়া পরিবারে সকল সদস্যের সঙ্গে ভাল থাকতে পারবেন। চাকরিক্ষেত্রে খুব লাভ হবে আপনার। দাম্পত্য জীবনেও সুখী হবেন। এসময় সূর্যদেবের কৃপায় চাকরি থেকে ব্যবসায় লাভের মুখ দেখবেন। আপনি কোনও কাজেই পিছিয়ে পড়বেন না। তবে মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে পারবেন। আপনি দূরে কোথাও ভ্রমণ করতে হতে পারে। ভ্রমণের সময়, আপনাকে আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন নিতে হবে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। এই সময় জীবনে সুখ-সমৃদ্ধি বাড়তে থাকবে আপনার। এই গ্রহদের বিশেষ কৃপা পাবেন এই রাশির ব্যক্তিরা। এসময় মনের মানুষের সঙ্গে আপনার দেখা হবে। কোনও কাজে পিছিয়ে পড়বেন না। ভাগ্যের দ্বার খুলবে। অর্থের দিকেও লাভ হবে। চাকুরিজীবীরা তাদের ইচ্ছানুযায়ী পদোন্নতি হতে পারে। আপনার স্ত্রীর কিছু বড় অর্জনের কারণে পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। প্রেমের সম্পর্ক যারা যুক্ত তাঁদের শুভ সময় শুরু হবে। দাম্পত্য জীবনে সুখী হবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে লাভের মুখ দেখবেন।