হিন্দু ধর্মে মা সরস্বতীকে বিদ্যার দেবী বলা হয়। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমীর উৎসব পালিত হয়। এদিন সারাদেশে দেবীর পূজার রীতি রয়েছে। এবার বসন্ত পঞ্চমী উৎসব পালিত হবে ৩ ফেব্রুয়ারি। কথিত আছে যে এই দিনে দেবী সরস্বতীর পূজা করলে বিশেষ উপকার পাওয়া যায়। এই দিনটি তরুণ ও ছাত্রদের জন্য অত্যন্ত বিশেষ। জ্যোতিষশাস্ত্রে বসন্ত পঞ্চমীর দিনে অনেক ব্যবস্থা ও মন্ত্রের কথা বলা হয়েছে। আপনিও যদি কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা আপনার কর্মজীবনে সাফল্য পেতে চান, তাহলে বসন্ত পঞ্চমীর দিনে সরস্বতী মন্ত্রের পাঁচ রাউন্ড জপ করলে উপকার পাওয়া যাবে। যদি এই মন্ত্রগুলি সঠিকভাবে জপ করা হয়, তাহলে ব্যক্তি সফলতা হয়। এটি সম্পদ, জ্ঞান এবং শেখার ক্ষেত্রে উপকৃত হবে। একই সাথে, পরীক্ষায় ভাল নম্বর পেতে এই মন্ত্রগুলি জপ করা অত্যন্ত ফলদায়ক বলে বিবেচিত হয়েছে।

১. সারদায়ে নমস্তেভ্যাম মম হৃদয়ে প্রবেশিনী, পরীক্ষায়া উত্তীর্ণ, সর্ব বিষয় নাম যথা।

২. ওম হয়িং এং দেবীং সরস্বত্যয় নমঃ।

৩.নমস্তে শরদে দেবী, কাশ্মীরিপুর বাসিনীং, ত্বামহম প্রার্থয়ে নিত্যম, বিদ্যা দানম চ দেহি মে।

কম্বুকান্তি সুতাম্রোষ্ঠী সর্বভরণং ভূষিতং মহাসরস্বতী দেবী, জিহ্বাগ্রে সন্নিবিষ্যতাম।

৪. সরস্বত্যৈ নমো নিত্যম ভদ্রকাল্যৈ নমো নমঃ।

বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এব চ।

৫. সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে, বিদ্যারূপে বিশালাক্ষী

বিদ্যাং দেহি নমোস্তুতে।

৫. ওম ভগদৈব্যৈ চ বিদ্যমহে কামরাজ্যায় ধীমহি, তন্নো দেবী প্রচোদয়াৎ।

৬.ঐয়িং হিং শ্রী বাগবাদিনী সরস্বতী দেবী মম জীহ্বায়া।

৭. সর্ব বিদ্যা দেহি দাপয় দাপয় স্বাহা।

বসন্ত পঞ্চমীর দিনে মা সরস্বতীর কিছু বিশেষ মন্ত্র জপ করা অলৌকিক প্রমাণিত হয়। এই দিনে মন্ত্র উচ্চারণ ও মায়ের আরাধনা করলে ভক্তদের সকল মনোবাঞ্ছা পূরণ হয়। শুধু তাই নয়, এটি ব্যক্তির মধ্যে ইতিবাচক শক্তি সঞ্চার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here