আরজি করে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় গত মঙ্গলবার সিবিআইকে তদন্তভার দিয়েছে কলকাতা হাই কোর্ট। এবার ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করতে চায় সিবিআই। সোমবারই তাঁর জন্য অনুমতি চাইতে আদালতের দ্বারস্থ হয়েছেন সিবিআই আধিকারিকেরা।

মঙ্গলবার থেকেই সিবিআই আধিকারিকরা ধৃতকে শুরু করেন দফায় দফায় জেরা। এরপর থেকেই বার বার অভিযুক্তের নানা শারীরিক পরীক্ষার জন্য ঘুরেছে সিবিআই। গত বুধবার তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ভারতীয় রেলের বিআর সিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সাইকোমেট্রিক পরীক্ষা হয় সঞ্জয়ের। এবার আদালতের কাছে ধৃতের লাই-ডিটেক্টর পরীক্ষার অনুমোদন চাইল কেন্দ্রীয় তদন্তকারী দল।

অনুমতি মিললে আগামিকালই ওই পরীক্ষা করানো হতে পারে বলে অনুমান। প্রসঙ্গত, লাই-ডিটেক্টর পরীক্ষাকে পলিগ্রাফ পরীক্ষাও বলা হয়। এই পরীক্ষার মাধ্যমে জিজ্ঞাসাবাদ চলাকালীন শ্বাস-প্রশ্বাসের গতি, নাড়ির গতি, রক্তচাপ, শরীর থেকে কতটা ঘাম বেরোচ্ছে— সে সব যাচাই করে দেখা হয়।

গত ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজের চারতলায় সেমিনার হলে দ্বিতীয় বর্ষে পিজিটি চিকিৎসকের রক্তাক্ত, ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হওয়ার পরিপ্রেক্ষীতে সঞ্জয় রায় নামে ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here