শৌচাগারে ছিলেন বলে সিবিআইয়ের ডাক শুনতে পাননি বলে জানালেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। জানালেন, কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা বাড়ির বাইরে অপেক্ষারত, তা তিনি বুঝতেই পারেননি।
রবিবার সকালে সন্দীপের বেলেঘাটার বাড়িতে হানা দিয়েছিল সিবিআইয়ের একটি দল। সকাল ৬টা ৫০ মিনিট নাগাদ দলটি সন্দীপের বাড়ির সামনে পৌঁছে যায়। তারপর শুরু হয় ডাকাডাকি। কিন্তু দরজা খোলেনি। ক্রমে স্থানীয়দের ভিড় জমতে শুরু করে। এক ঘণ্টা কাটে এভাবেই। মাঝে সন্দীপকে একাধিক বার ফোনও করেন সিবিআই কর্তারা। কিন্তু ফোনও রিসিভ করেননি সন্দীপ। শেষে অবশ্য দরজা খোলা হয়, তাও ৭৫ মিনিট পর। একেবারে পোশাক আশাক পরেই বেরিয়ে আসেন সন্দীপ। সকাল ৮টা ৬ মিনিট নাগাদ তার বাড়ির ভিতরে ঢোকেন সিবিআই কর্তারা।
সূত্রের খবর, সন্দীপের দাবি, বাড়ির বাইরে সিবিআই আধিকারিকদের উপস্থিতি টের পাননি তিনি। ৭৫ মিনিট ধরে নাকি শৌচাগারেই ছিলেন! ফলে ডাকাডাকি কিংবা ফোন, কিছুই শুনতে পাননি। বাইরে বেরোনোর জন্য দরজা খুলতেই বুঝতে পারেন বাইরে দাঁড়িয়ে রয়েছেন সিবিআই আধিকারিকরা।
সন্দীপের চারতলা বাড়ির বিভিন্ন দিকে একাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে। ভিতরে রয়েছে লিফট! রবিবার প্রবেশের প্রায় ১৩ ঘণ্টা পর রাত ৮টা ৪৬ মিনিটে সেই বাড়ি থেকে বেরিয়েছে সিবিআই। সন্দীপের বাড়ি থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি মিলেছে বলে সিবিআই সূত্রে খবর।