আরজি কর-কাণ্ডে এ বার নাম জড়াল তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। সিবিআইয়ের নজরে এবার তিনি। বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ সিবিআইয়ের অপরাধদমন শাখার আধিকারিকেরা সুদীপ্ত রায়ের সিঁথির মোড় সংলগ্ন বিটি রোডের বাড়িতে হানা দেন। বিধায়কের মালিকানাধীন বাড়ি লাগোয়া নার্সিংহোমেও হানা দেওয়া হয়।

কিন্তু কেন আরজি কর কাণ্ডের সঙ্গে কীভাবে জড়ালো শ্রীরামপুরের তৃণমূল বিধায়কের নাম? সুদীপ্ত রায় আরজি কর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। শুধু তাই নয়, তিনি রাজ্যের হেল্‌থ রিক্রুটমেন্ট বোর্ডের সদস্য এবং ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের প্রাক্তন সভাপতি।

দুপুর ১টা নাগাদ যখন সিবিআই আধিকারিকেরা সুদীপ্তের বাড়িতে হানা দেন, তখন নীচের তলার অফিসঘরেই ছিলেন শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক। সিবিআই আধিকারিকদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। তদন্তকারীদের একটি দল নার্সিংহোমটিতেও তল্লাশি অভিযান চালাচ্ছেন।

গত ৯ অগস্ট সকালে আরজি কর মেডিক্যাল কলেজের চারতলায় সেমিনার হলে মহিলা চিকিৎসকের রক্তাক্ত, ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ এবং খুনের অভিযোগে সে রাতেই সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে পুলিশ গ্রেফতার করে। তারপর থেকেই কেঁচো খুঁড়তে বেরোচ্ছে একের পর এক কেউটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here