কেন্দ্রীয় আধাসেনা এবং পুলিশের যৌথবাহিনীর সঙ্গে ছত্তীসগঢ়ে খণ্ডযুদ্ধ চলছে মাওবাদীদেরমাওবাদীদের অবস্থা সঙ্গতভাবেই খারাপ হয়ে উঠেছিল। তবে এর মধ্যেই এল প্রত্যাঘাত। সোমবার বস্তার ডিভিশনের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি উড়িয়ে দিল নিষিদ্ধ সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র শাখা পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)।

 

গাড়িটিতে ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ডবাহিনীর জওয়ানেরা ছিলেন বলে পুলিশ সুত্রের খবর। হামলায় অন্তত নজন জওয়ান নিহত হয়েছেন। গুরুতর জখম বেশ কয়েক জন। গত সপ্তাহে বিজাপুর জেলারই ফরসেগঢ়ে পুলিশের চরঘোষণা করে স্থানীয় বিজেপি নেতা কুদিয়াম মাঢ়ো (৩৫)-কে খুন করেছিল মাওবাদীরা।

 

ঘটনাচক্রে শনিবার থেকেই বিজাপুর লাগোয়া নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমানায় দক্ষিণ অবুঝমাঢ়ের জঙ্গলে মাওবাদী দমন অভিযান শুরু করেছে যৌথবাহিনী। দুতরফের গুলির লড়াইয়ে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডবাহিনীর এক জওয়ান এবং পাঁচ মাওবাদী গত দুদিনের লড়াইয়ে নিহত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here