আরজি কর মেডিক্যাল কলেজে গত ৯ অগস্ট সকালে এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তার পর ফোন যায় তাঁর বাড়িতে। ফোনের সেই অডিও রেকর্ডিং এবার প্রকাশ্যে এল। অডিওতে শোনা যাচ্ছে, ফোনে এক পাশে এক মহিলা কণ্ঠ নিজেকে ‘অ্যাসিসট্যান্ট সুপার’ বলে পরিচয় দিচ্ছেন। তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘‘ওঁর অবস্থা খুবই খারাপ। আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন দ্রুত। আমি অ্যাসিসট্যান্ট সুপার বলছি। আমি ডাক্তার বলছি না। আপনার মেয়েকে ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়েছে। যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন।’’
বারবার তরুণীর পরিবারের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয়, “কী হয়েছে? অবস্থা কি খুব খারাপ?” পাশ থেকে আর এক মহিলা কণ্ঠকে বলতে শোনা যায়, ‘‘কী হয়েছে, ও তো ডিউটিতে ছিল। ওর কি জ্বর হয়েছে?’’
এরপর অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয় দেওয়া ওই মহিলা কণ্ঠকে বলতে শোনা যায়, ‘‘উনি সুইসাইড করেছেন হয়তো বা মারা গিয়েছেন। আমরা হাসপাতালে সকলের সামনে রয়েছি।’’
এই কথার আগেই অবশ্য একবার বলা হয়েছিল, ‘‘আপনারা চলে আসুন। শরীরটা খারাপ হয়েছে। আমরা ভর্তি করাচ্ছি। আসতে পারবেন ইমিডিয়েট। আসতে পারবেন কি? কী হয়েছে ডাক্তার বলতে পারবে। আমরা আপনার নম্বর জোগাড় করে ফোন করলাম। পেশেন্টের শরীর খুব খারাপ। ডাক্তার বলবে আপনারা এলে। যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। খুব অবস্থা খারাপ।’’