বৃহস্পতিবার ক্লাব তাঁবুতে অনুষ্ঠিত হল, মুকুল দত্ত মেমোরিয়াল ওয়ার্কশপ অন স্পোর্টস জার্নালিজম। এই সেমিনারে উপস্থিত ছিলেন জর্জ টেলিগ্রাফ কলেজের মিডিয়া সায়েন্স এবং স্পোর্টস ম্যানেজমেন্টের ছাত্র-ছাত্রীরা।

এদিন সেমিনারে প্রারম্ভিক বক্তব্য রাখেন ক্লাব প্রেসিডেন্ট সুভেন রাহা। কাটা হয় কেক। প্রথম সেশনে ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলোচনা করেন প্রখ্যাত সাংবাদিক দেবাশিস দত্ত এবং অনিলাভ চট্টোপাধ্যায়। নিজেদের দীর্ঘ কেরিয়ারের নানা ঘটনা তুলে ধরেন তাঁরা।

দ্বিতীয় ভাগের আলোচনায় অংশ নিয়েছিলেন আর এক প্রখ্যাত সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী। নানা মজার গল্প এবং ঘটনায় জমিয়ে তুলেছিলেন আলোচনা। একই সঙ্গে বর্ষীয়ান সাংবাদিক মানিক বন্দ্যোপাধ্যায় তাঁর জীবনের অভিজ্ঞতার কথা ভাগ করে নেন। শুধু প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়া নয়, বর্তমানে ওয়েব মিডিয়ার জরুরি ভূমিকা নিয়েও দীর্ঘ আলোচনা করেন আইবিএনএসের প্রতিষ্ঠাতা সাংবাদিক সুজয় ধর। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় ও রূপক বসু।

তবে, অনুষ্ঠান আরও উজ্জ্বল হয়ে ওঠে যখন প্রবল অসুস্থতা নিয়েও ক্লাবে সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন ‘আজকাল’ পত্রিকার প্রাক্তন ক্রীড়া সম্পাদক ধীমান দত্ত। যিনি প্রয়াত মুকুল দত্তর পুত্রও। টানা প্রায় চার ঘণ্টা হুইল চেয়ারে বসে সবার বক্তব্য শোনেন ধীমানবাবু।

জর্জ কলেজের তরফ থেকে উপস্থিত ছিলেন মানালি ভট্টাচার্য এবং সৌমী রায় চৌধুরী। অনুষ্ঠানের শেষ দিকে ছিল প্রশ্ন-উত্তর পর্ব। নামী সাংবাদিক জয় চৌধুরীর সঙ্গে এই পর্বে অংশ নেন ছাত্র-ছাত্রীরা। শুভেচ্ছা জানিয়ে গেলেন প্রাক্তন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়-সহ আরও অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here