বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হল মহমেডান স্পোর্টিং বনাম সুরুচি সংঘ ম্যাচ। বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে প্রবল বৃষ্টির কারণে প্রথম ৪৫ মিনিটের পর আর বল গড়ালোনা মাঠে। প্রথমার্ধ শেষে ২-১ গোলে এগিয়ে ছিল সুরুচি সংঘ।
প্রবল বৃষ্টির কারণে দ্বিতীয়ার্ধে ম্যাচ শুরু করতে পারেননি রেফারি। নিয়ম অনুযায়ী প্রথমে ১৫ মিনিট অপেক্ষা করা হয় বৃষ্টি থামার জন্য। এর পর অপেক্ষা করা হয় আরও ৩০ মিনিট। এর পর আরও ৩০ মিনিট অপেক্ষা করেন রেফারি। মোট ১ ঘণ্টা ১৫ মিনিট অপেক্ষা করেও বৃষ্টি থামার কোনও আভাস ছিল না।
এর পর মাঠ পরিদর্শনে আসেন ম্যাচ কমিশনার। তিনি নিজে পুরো বিষয় দেখে রেফারিদের সঙ্গে আলোচনা করেন এবং দুই দলের অধিনায়কের সঙ্গে কথা বলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। বৃষ্টির বেগ এতটাই ছিল যে মাঠের ৩০ শতাংশ জলের তলায় ছিল।
আইএফএ-এর রুলবুক অনুযায়ী এই ম্যাচ ফেরা আয়োজন করতে হবে ৪৫ দিনের মধ্যে এবং তা পুরো ৯০ মিনিটেরই করতে হবে। কিন্তু গত বছর এর ব্যতিক্রম ঘটেছিল। ডায়মণ্ড হারবরের একটি ম্যাচ প্রথমার্ধ হয়ে পরিত্যক্ত ঘোষণা হওয়ার পর রি-ম্যাচে বাকি ৪৫ মিনিট খেলানো হয়।