রাজনীতির জগতে এক নক্ষত্রপতন। বুধবার সকালেই আচমকা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা বাংলা। সহকর্মী থেকে শুরু করে পরিবারে নেমে আসে শোকের ছায়া। শোকস্তব্ধ গোটা রাজনৈতিক মহল। বুদ্ধবাবুর প্রয়াণের খবর পেয়েই তাঁর রাজনীতি জগতের অনুরাগী থেকে শুরু করে বহু কর্মী-সমর্থক ছুটে এসে ভিড় জমিয়েছেন তাঁর পাম অ্যাভিনিউর বাড়িতে। আর এই সবের মধ্যেই ঠায় দাঁড়িয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাদা অ্যাম্বাসাডর। নিজের গোটা রাজনৈতিক জীবন এবং মন্ত্রিত্বে থাকাকালীন সব সময় এই গাড়িতেই চড়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। WB06002 আর বোধহয় এই গাড়ির চাকা গড়াবে না।

কারণ ‘মুকুটটাতো পড়েই আছে রাজাই তো আর নেই’। কোনও রাজনৈতিক সমাবেশ হোক বা যে কোনও অফিসিয়াল কাজে এই গাড়িই ভরসা ছিল তাঁক। শেষবার যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেই সময়ও তাঁর সঙ্গী ছিল সাদা অ্যাম্বাসাডর। বুদ্ধ চলে গিয়েছে চিরকালের মতো। তবে তাঁর সঙ্গী থেকে গিয়েছে। বুদ্ধবাবুর গাড়ির চালক সত্য ঘোষ। ৯১ সাল থেকে বুদ্ধবাবুকে দেখে আসছেন তিনি। আজ বুদ্ধবাবুর মৃত‌্যুর পর সংবাদ মাধ‌্যমের কাছে কথা বলতে পারলেম না চোখের জল মুছতে মুছতে বেরিয়ে গেলেন।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here