
উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বর্তমানে ‘মহাকুম্ভ’ চলছে। কুম্ভের শেষ শাহী স্নান ২৬ ফেব্রুয়ারি শিবিরাত্রির দিন। এই বছর ১৪৪ বছর পর মহাকুম্ভমেলা অনুষ্ঠিত হচ্ছে প্রয়াগরাজে। ভারতীয়দের পাশাপাশি বিশ্বের নানা স্থান থেকে মানুষ এসেছেন এখানে।
লন্ডন থেকে কুম্ভমেলায় এসেছেন একজন নিউরোসায়েন্টিস্ট। তিনিও তাঁর অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। লন্ডন থেকে মহাকুম্ভে এসেছেন নিউরোসায়েন্টিস্ট ডঃ এথেল ড্রোর। তিনি ভারতের ভূয়সী প্রশংসা করেছেন।
তাঁর কণ্ঠ থেকে ঝরে পড়েছে চায়ের প্রশংসা। তীব্র ঠাণ্ডা বা গরমের মাঝে, চাপ্রেমীরা চা পান করার জন্য সবসময় কিছু না কিছু অজুহাত খোঁজেন। ডঃ ড্রোর চায়ের প্রশংসা করা বলেছেন, “ভারতীয় চা সেরা।”
এত জায়গা থাকতে কেন মহাকুম্ভে এসেছেন নিউরোসায়েন্টিস্ট ডঃ ড্রোর? উত্তরও দিয়েছেন তিনি। বলেছেন, “মহাকুম্ভের আয়োজন চমৎকার। আমি এখানে আবেগ বোঝার জন্য এসেছি। এটি অবিশ্বাস্য। এখানকার তরুণরা তাদের সাংস্কৃতিক শিকড়ে যুক্ত এবং শক্তিতে পূর্ণ।”
এথেল ড্রোর বলেন, “ব্রিটিশরা ভারতীয়দের উপর অত্যাচার করেছিল। শুধু তাই নয়, তারা তাদের উপনিবেশিক আধিপত্য বৃদ্ধির জন্য এখানে রেলপথ তৈরি করেছিল যাতে তারা ভারতের সম্পদ ও অর্থ প্রেরণ করতে পারে।”
তিনি আরও বলেন, “ভারতের মানুষদের সঙ্গে দেখা করতে খুব ভালো লাগছে। তিনি ৬০-৭০টি দেশ সফর করেছেন, তবে ভারত তাকে সবচেয়ে বেশি ভালো লাগে।”