অনেকেই হাতে সোনা বা রুপোর ব্রেসলেট পরেন। এদিকে সোনার ব্রেসলেটকে সূর্যদেব, রূপোর ব্রেসলেটকে চন্দ্রদেব এবং পিতলের ব্রেসলেট বা কড়াকে গুরু বৃহস্পতির প্রতীক বলে মনে করা হয়। তাই এই ব্রেসলেটগুলি পরার আগে একজন জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে তবেই পরা উচিত। না জেনে পরলে অনেক সময় ক্ষতি হতে পারে।
ধর্ম মেনে ব্রেসলেট যারা পরেন তাদের নিয়ম ঠিক যজ্ঞ উপবীত অর্থাৎ পৈতের মতো। অনেকে কড়া বা ব্রেসলেট পরে অনেক ভুল কাজ করে যা তাদের ক্ষতির কারণ হয়ে ওঠে।
লোহা, স্টিল বা জার্মান সিলভারের তৈরি কড়াকে শনিদেবের প্রতীক বলে মনে করা হয়। কুণ্ডলীতে শনি যে স্থানেই থাকুক না কেন, তা বলবান বলে বিবেচিত হবে। যদি চন্দ্র বা শনি ইতিমধ্যেই শত্রু গ্রহ হয়ে থাকে তবে এটি ব্যক্তির জন্য ক্ষতিকারক প্রমাণিত হবে। শনিকড়া পরার সময় বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।
পিতল ও তামার মিশ্রণে তৈরি ব্রেসলেট বা কড়া পরলে বৃহস্পতি, মঙ্গল ও চন্দ্র শক্তিমান হয়। কড়াকে হনুমানজির প্রতীক হিসেবে ধরা হয়। পিতল ও ধাতুর তৈরি কড়া পরলে সব ধরনের নেতিবাচক শক্তি দূরে থাকে।
যে ব্যক্তি ঘন ঘন অসুস্থ হয়ে পড়ে তার অষ্টধাতুর তৈরি বালা পরা উচিত। মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে পুজো করুন এবং তারপর হাতে ব্রেসলেট পরুন।