নেতাজি সুভাষ চন্দ্র বসু’র ১২৮তম জন্মদিবসে অন্যান্য বছরের মতো এবারও কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। এই দিন অতীতের সমস্ত রেকর্ড ভেঙে মোট ২২৫০ জন রক্তদাতা রক্ত দান করেন। যা সরকারি এবং বেসরকারি মিলিয়ে মোট ১৬টি ব্লাডব্যাংক রক্ত সংগ্রহ করে। কালীঘাট স্পোর্টস লাভার্স-এর সচিব স্বপন ব্যানার্জি বলেন, “এবারের রক্তদান শিবিরে প্রায় দুই হাজারের বেশি মানুষ স্বেচ্ছাসেবক রক্ত দিয়েছেন। যা এখনও পর্যন্ত হওয়া সব রেকর্ড ভেঙে দিয়েছে।” এ দিন অনুষ্ঠানমঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও ছিলেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সভাপতি অজিত ব্যানার্জি, সহসভাপতি সৌরভ পাল, বিওএ’র সভাপতি চন্দন রায়চৌধুরী, প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, সন্তোষজয়ী কোচ সঞ্জয় সেন। রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন সুব্রত বক্সি সহ আরও অনেকে। এ দিন সন্তোষজয়ী ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হয়। সেই সঙ্গে প্রসেনজিৎ’কে ব্র্যান্ড আম্বাসডর হওয়ার প্রস্তাব দেওয়া হয়। প্রাথমিকভাবে সেই প্রস্তাবে মান্যতা দেন প্রসেনজিৎ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here