আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলায় এ বার চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে তলব করল সিবিআই। শনিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন তিনি। ধর্ষণ-খুনের ঘটনায় ইতিমধ্যে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। সন্দীপের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত বিরূপাক্ষ। তাঁকে এই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরজি করের ঘটনার প্রেক্ষিতেই বিরূপাক্ষ বিশ্বাস, অভীক দে-র মতো চিকিৎসকদের নামও প্রকাশ্যে আসে। বিরূপাক্ষ বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসক। তাঁর বিরুদ্ধে মেডিক্যাল কলেজে থ্রেড কালচারে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগ, হাসপাতালগুলিতে বিশ্বরূপ, অভীকরা হাসপাতালে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছিলেন। বিরূপাক্ষকে ইতিমধ্যে সাসপেন্ড করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর।

বর্ধমান মেডিক্যাল কলেজের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক ছিলেন বিরূপাক্ষ। আরজি কর-কাণ্ডের আবহে সম্প্রতি একটি অডিও ভাইরাল হয়েছিল। সেই সূত্রেই উঠে আসে বিরূপাক্ষের নাম। বিরূপাক্ষকে সেই অডিওতে এক জুনিয়র ডাক্তার হুমকি দিতে শোনা গিয়েছিল।

বিরূপাক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ প্রকাশ্যে আসার পর প্রথমে তাঁকে বর্ধমান থেকে কাকদ্বীপে বদলি করা হয়েছিল। অভিযোগ, বর্ধমান মেডিক্যাল কলেজের ক্যান্টিনে ২৩,৮০০ টাকা বাকি রেখেই চলে গিয়েছিলেন তিনি। বিরূপাক্ষের বিরুদ্ধে ডাক্তারিতে ভর্তি করানোর নামে এক ছাত্রের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগও প্রকাশ্যে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here