
উত্তরাখণ্ডে চলছে জাতীয় গেমসের ৩৮তম সংস্করণ। ২৮ জানুয়ারি থেকে শুরু হওয়া টুর্নামেন্টের দ্বিতীয় দিন ব্রোঞ্জের রূপে প্রথম পদক পেল বাংলা। উশুতে এল প্রথম পদক। বাংলার ঝুলিতে প্রথম পদকটি এনেদিলেন দেভেশ শ।
ক্রিকেট-ফুটবল বাদে তথাকথিত ছোট খেলাগুলি কখনওই প্রাপ্য প্রচারের আলো পায় না। এই খেলাগুলির সঙ্গে যুক্ত খেলোয়াড়রাদেরও নিজিদের খেলা চালিয়ে নিয়ে যেতে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। এই বারের জাতীয় গেমস শুরুর আগেই সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল পদক জিতলেই সরকারী চাকরি। সেই মতো পদক জয়ের সঙ্গে রাজ্যের সম্মান বাড়ানোর পাশাপাশি আর্থিক দিক দিয়ে নিজের ভবিষ্যৎ নিশ্চিত করলেন দেভেশ তা বলাই যায়।
এ দিন মহিলা ফুটবলে বাংলা পরাজিত করে মনিপুরকে ৪-১ গোলে। মহিলাদের ওয়াটার পোলোয়ে হরিয়ানকে ২৫-০ ব্যবধানে হারায় বাংলা।