প্যারা আথলিটদের সংবর্ধনা দিল পশ্চিমবঙ্গ প্যারালিম্পিক্স সংস্থা। কিছু দিন আগে গোয়া’য় আয়োজিত হয়েছিল প্যারা সুইমিং ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। সেই প্রতিযোগিতায় পদকজয়ীদের সম্মান জানাল রাজ্যের প্যারালিম্পিক্স সংস্থা।

সোমবার কলকাতা ক্রীড়াসাংবাদিক ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন হয়। সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ অলিম্পিক্স সংস্থার সভাপতি চন্দন রায় চৌধুরী, আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ অলিম্পিক্স সংস্থার কোষাধ্যক্ষ কেআর শ্ৰী রাম এবং কল্যাণ চ্যাটার্জি। গোয়ায় পদকজয়ী ক্রীড়াবিদদের অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়। সোনাজয়ী প্যারা সুইমারদের ১০ হাজার টাকা দেওয়া হয়। রুপোজয়ীদের দেওয়া হয় ৭.৫ হাজার টাকা এবং ব্রোঞ্জ পদকজয়ী ক্রীড়াবিদদের দেওয়া হয় ৫ হাজার টাকা। এ দিন মোট ১৮ জন ক্রীড়াবিদকে সম্মান জানানো হয়। যার মধ্যে সোনাজয়ী খেলোয়াড় ছিলেন ১২ জন। পাঁচ জন ছিলেন রুপোজয়ী এবং এক জন ছিলেন ব্রোঞ্জ পদকজয়ী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here