দুরন্ত ব্যাটিং মহম্মদ শামি’র। বল হাতে একের পর এক ম্যাচ জেতাতে দেখা যায় তাঁকে। এবার ব্যাট হাতে দলকে হারের মুখ থেকে বাঁচালেন তিনি। মাত্র ১৭ বলে ৩২ রান করে বাংলার জয় নিশ্চিত করলেন। এই সুবাদে সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালে চলে গেলেন অভিষেক পোড়েলরা। টুর্নামেন্ট থেকে বিদায় নিল চন্ডীগড়।
সোমবার চিন্নাস্বামীতে চন্ডীগড়ের বিরুদ্ধে খেলতে নামেন সুদীপ ঘরামিরা। চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বেশ ভাল ফর্মেই রয়েছে বাংলা। একমাত্র মধ্যপ্রদেশের বিরুদ্ধে হারতে হয়েছিল শামিদের। বাকি সব ম্যাচে জিতে বঙ্গ ব্রিগেড পৌঁছে গেল নকআউটে। এ দিন চন্ডীগড়ের বিরুদ্ধে প্ৰথমে ব্যাট করতে নেমে বাংলার হয়ে ৩৩ রান করেন করন লাল। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন শামি(৩২)। প্রদীপ্ত প্রামানিক ও ঋত্বিক চ্যাটার্জি করেন ৩০ এবং ২৮। এই সুবাদে ২০ ওভার শেষে বাংলার রান দাঁড়ায় ৯ উইকেটের বিনিময় ১৫৯ রান।
বোলিং করতে নেমে দাপট দেখান সায়ন ঘোষ। চার উইকেট নেন তিনি। দুটি উইকেট নেন কনিষ্ক শেট। অন্যদিকে, একটি করে উইকেট নেন মহম্মদ শামি ও শাহবাজ আহমেদ। এ দিন বাংলার বোলারদের দাপটে ১৫৬ রানে শেষ হয়ে যায় চন্ডীগড়। এই সুবাদে ৩ রানে ম্যাচটি জিতে নেয় বাংলা।