আইপিএল শুরুর দিনক্ষণ ঘোষণা করল বিসিসিআই। আগামী ২৪ এবং ২৫ নভেম্বর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলাম রয়েছে। তার আগে আগামী তিন বছরের আইপিএল শুরুর দিনক্ষণ জানিয়ে দিল ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা(BCCI)।
আগামী বছর ১৪ মার্চ থেকে শুরু হবে আইপিএল। ফাইনাল হবে ২৫ মে। সেই সঙ্গে আরও তিন বছরের আইপিএল শুরুর দিনক্ষণ এবং ফাইনালের সময় জানিয়ে দিয়েছে বোর্ড। ২০২৫ থেকে ২০২৭ সাল পর্যন্ত এই দিন ঘোষণার কোনও কারণ যদিও কিছু জানায়নি তারা। আগামী মাসেই আইসিসি(ICC)’র চেয়ারম্যান পদে বসবেন জয় শাহ। অর্থাৎ, ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব হিসাবে আর মাত্র কয়েক দিন রয়েছেন অমিত শাহ’র সুপুত্র। তার আগে বড় পদক্ষেপ নিতে দেখা গেল তাঁকে।
২০২৬ সালে আইপিএল শুরু হবে ১৫ মার্চ থেকে। ফাইনালে ৩১ মে। ২০২৭ সালে ১৪ মার্চ থেকে শুরু হবে আইপিএল। ফাইনাল হবে ৩০ মে। আসন্ন বছরগুলিতে আইপিএল ফাইনালের দিন রবিবার দেখে রাখা হয়েছে। বোর্ডের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের অন্যান্য সিরিজ খেলতে যাতে কোনও অসুবিধার সম্মুখীন না হতে হয় সেই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here