
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৭ ডিসেম্বর: কবাডির প্রসারে একটা সময় ভারতের হাত ধরেছিল জাপান। ৩৫ বছর আগে কলকাতার মাটিতে জাপানের খেলোয়াড়রা এসে দীর্ঘদিন থেকে গিয়েছেন, খেলার ধরণে উন্নতি ঘটিয়েছেন।
একটা সময় এই খেলা জাপানে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। কিন্তু সময়ের সঙ্গে তা আজ ম্রিয়মাণ।
নিজেদের দেশের কবাডিকে বাঁচিয়ে তুলতে আবারও সেই ভারতের শরণাপন্ন জাপান। শনিবার কলকাতায় অ্যমেচার্স কবাডি অ্যাসোসিয়েশনে এসে সংস্থার সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায় (বাবুন)’র সঙ্গে দীর্ঘক্ষণ আলাপচারিতা সারে এই চার সদস্যের প্রতিনিধি দল। কীভাবে বাংলা এবং ভারতের সহযোগিতায় জাপানে কবাডির পুনর্জাগরণ করা যায়, সেই চেষ্টাতেই রয়েছেন এই প্রতিনিধিরা।
এ দিন স্বপন বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য কবাডির অন্যান্য আধিকারিকরা। এই প্রতিদিন দলকে শহরে নিয়ে এসেছেন অমিতাভ সাহা যিনি রাজ্য কাবাডি অ্যাসোসিয়েশনের প্রয়াত প্রাক্তন সচিব অচিন্ত্য সাহার পুত্র। স্বপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, জাপানি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা ফলপ্রসূ। তাঁর কথায়, “ভারতীয় কবাডির ব্যপ্তি সম্পর্কে উনারা অবগত। উনারা আমাদের থেকে সাহায্য চেয়েছেন যাতে এশিয়ায় জাপান আবার কবাডির শক্তিশালী ক্ষেত্র হয়ে উঠতে পারে। এছাড়া দুই দেশের উঠতি প্রতিভাবান খেলোয়াড়দের উন্নতির স্বার্থে উভয় দেশে ট্রেনিং এবং নানাবিধ সুবিধা যাতে উপলব্ধ করা যায়, সেই বিষয়েও আলোচনা হয়েছে।”



