ভয়াবহ বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী। রাজধানী ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। জানা গিয়েছে আগুনে বাবুল কাজীর শরীরের ৭৪ শতাংশ পুড়ে গিয়েছে।

শনিবার ভোর পাঁচটা নাগাদ বনানীতে নিজের বাড়ির বাথরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে গুরুতর অগ্নিদগ্ধ হন বাবুল কাজী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় বার্ন ইনস্টিটিউটে। শরীরের ৭৪ শতাংশ আগুনে পুড়ে যাওয়ায় তাঁর শারীরিক অবস্থা যথেষ্টই আশঙ্কাজনক।

১৮৯৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বিরোহী কবি কাজী নজরুল ইসলাম। ২৫ বছর বয়সে প্রমীলা দেবীকে বিয়ে করেন তিনি। তাদের প্রথম সন্তান কৃষ্ণ মোহাম্মদ মারা যায় খুব অল্প বয়সে। দ্বিতীয় সন্তান অরিন্দম খালেদ বুলবুলের মৃত্যু হয় মাত্র চার বছর বয়সে। অপর দুই সন্তান হলেন কাজী সব্যসাচী ও কাজী অনিরুদ্ধ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে ১৯৭২ সালের ২৪ মে কলকাতা থেকে সপরিবারে ঢাকায় নিয়ে আসা হয় কবিকে। তাঁকে বসবাসের জন্য ধানমন্ডির ২৮ নম্বর সড়কের ৩৩০-বি বাড়িটি বরাদ্দ করা হয়।

১৯৭৬ সালের জানুয়ারিতে কাজী নজরুলকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়। সেই বছরই ২৯ আগস্ট প্রয়াত হন বিদ্রোহী কবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here