ফের সাতসকালে দুর্ঘটনা দক্ষিণ কোরিয়ার একটি বিমানবন্দরে। আজ, রবিবার সকালে দক্ষিণ কোরিয়ার মুয়ান এয়ারপোর্টে ঘটেছে ভয়াবহ বিমান দুর্ঘটনাটি! যার ফলে এখনও পর্যন্ত ৮৫ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ওই বিমানটিতে মোট ১৭৫ জন যাত্রী ও ছয় জন ক্রু সদস্য ছিলেন। জানা গিয়েছে, জেজু এয়ারলাইন্সের 7C2216 বিমানটি থাইল্যান্ডের ব্যাঙ্কক থেকে দক্ষিণ কোরিয়ার মুয়ান শহরে আসছিল। আজ, রবিবার সকালে মুয়ান আন্তর্জাতিক এয়ারপোর্টে রানওয়েতে ল্যান্ড করার পর বিমানের নিয়ন্ত্রণ হারান পাইলট। যার ফলে দক্ষিণ কোরিয়ার মুয়ান এয়ারপোর্টেই থাকা একটি পাঁচিলে গিয়ে সোজা ধাক্কা মারে বিমানটি। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় তাতে। একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিমানটি রানওয়ের উপরেই ছিল। সামনের দিকে এগিয়ে যেতে যেতে আচমকাই সরে যায়। পরে এয়ারপোর্টের পাঁচিলে গিয়ে ধাক্কা মারে। যার ফলে মুহূর্তে আগুন ধরে যায় বিমানটিতে। এই দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজ শুরু করে দমকল বাহিনী। সূত্রের খবর, ওই বিমানের ধ্বংসাবশেষ থেকে এখনও পর্যন্ত ৮৫ জনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে। গুরুতর জখম অবস্থায় উদ্ধার ২ জন। তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। তবে বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কী কারণে ঘটল দুর্ঘটনাটি? তদন্ত করা হবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার পরিবহণ মন্ত্রক।
Home অন্যান্য খবর