ফের অশান্ত হয়ে উঠেছে জম্মু-কাশ্মীর। সন্ত্রাসবাদীদের সঙ্গে গোলাগুলির লড়াইয়ে আহত হয়েছেন এক সেনাকর্মী। বুধবার গভীর রাত থেকে জম্মু-কাশ্মীরের আখনুরে চলছে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ। গোলাবর্ষণ করা হয়েছে কানাচক এলাকায়। বুধবার সকালেও সংঘর্ষ জারি ছিল।
সেনা সূত্রে খবর, বুধবার রাত আড়াইটে নাগাদ সীমান্তের ওপার থেকে আচমকাই গোলাগুলি শুরু হয়। সেই গুলিতেই এক জওয়ান আহত হন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর পরই সীমান্ত এলাকায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।
সামনেই জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন। ভোট ঘোষণার পর থেকেই বারে বারে উত্তপ্ত হয়ে উঠেছে উপত্যকা। জঙ্গি হামলার ঘটনা ঘটছে প্রায়শই। যা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। জঙ্গি দমনে দফায় দফায় অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা।
প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে ধারাবাহিক ভাবে জম্মু ও কাশ্মীরে নাশকতা চালাচ্ছে জঙ্গিরা। মাসখানেক আগেই খবর মিলেছিল, কাশ্মীরের পাহাড়ি অঞ্চলে লুকিয়ে রয়েছে বেশ কয়েক জন জঙ্গি। অনুপ্রবেশকারী জঙ্গিরা পাক অধিকৃত কাশ্মীরে প্রশিক্ষণপ্রাপ্ত। তাদের সঙ্গে আরপিজি, মেশিনগান-সহ আধুনিক অস্ত্র, নাইট ভিশন এবং উন্নত স্যাটেলাইট ফোন রয়েছে।