গায়ক অরিজিৎ সিং’কে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তাঁর গানের গলা পৌঁছেছে সুদূর বিদেশ পর্যন্ত। সম্প্রতি, এই গায়কের সঙ্গে কনসার্টে পারফর্ম করলেন স্বয়ং এড শিরনের সঙ্গে। গতকাল অর্থাৎ ১৫ সেপ্টেমবর লন্ডনে ছিল ’02 Arena’ কনসার্টটি। অরিজিৎ সিং তাঁর কনসার্টের সমস্ত ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন এবং এড শিরনের প্রতি তিনি তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
লন্ডনের এই কনসার্টে পারর্ফম করেছিলেন অরিজিতৎ সিং এবং এড শিরন। দুজন গায়ক তাঁদের পারফর্মেন্সের মাধ্যমে কনসার্ট জমিয়ে দিয়েছিলেন। অরিজিৎ সিং তাঁর বিখ্যাত গানগুলি গেয়ে মাতিয়েছিলেন। তাঁর গানগুলির মধ্যে ছিল ‘হাওয়ায়েন’, ‘তেরা হোনে লগা’ প্রভৃতি। দুই গায়কের এই মেলবন্ধন দর্শকেরা খুবই ভালবেসেছেন। দুজনের একসঙ্গে গান গাওয়ার অনেক মুহূর্তে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। তাঁদের ভাইরাল হওয়া এই ভিডিও দেখে ভক্তরা কেউ কেউ এটিকে ‘আইকনিক মোমেন্ট’ বলে আখ্যা দিয়েছেন। ভক্তরা আরও আশ্চয্য হয়েছে এড শিরনের কন্ঠে ‘তুম হি হো’ গানটা শুনে। পপ গায়ক এড শিরনের এই গানটি দর্শকদের হতবাক করেছে।
এড শিরনের জনপ্রিয়তা এখন ভারতেও। আগের বছর ভারতে তিনি একটি কনসার্টের জন্য এসেছিলেন, সেই থেকেই ভারতে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। ২০২৪ এর মার্চে তিনি গায়ক দিলজিৎ দোসানজির সঙ্গেও পারর্ফম করেন। একসঙ্গে তারা ‘লাভার’ গানটি গেয়েছিলেন। এড শিরন দিলজিৎ বাদে আরমান মালিকের সঙ্গেও গান গেয়েছেন।