সামনেই পৌষ কালীপূজা। সকল প্রকার বৈদিক নিয়ম মেনে এই দিন দেবীর পূজা করলে তাঁর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। সাধারণত এই দেবীর পূজায় বলি দেওয়ার প্রচলন রয়েছে। তবে বলি দেওয়া ছাড়াও কিছু বিশেষ পূজা সামগ্রী রয়েছে যা নিবেদন করলে দেবী কালরাত্রি তুষ্ট হন। জেনে নিন কোন কোন সামগ্রী নিবেদন করলে দেবী তুষ্ট হন-
১) লেবুর মালাঃ দেবী দুর্গার সপ্তশতী পুরাণ অনুসারে, রাক্ষসদের বধ করতে দেবী আসেন। তাঁদের প্রত্যেককে হত্যা করার পর, দেবী কালরাত্রি রাক্ষসদের মুণ্ড ছিন্ন করেন এবং তার মালা নিজে পরিধান করেন। লেবুর মালা এই রাক্ষসদের প্রতীক। মনে করা হয় এটি দেবীর জন্য উৎসর্গিত এক প্রকার বলি।
২) নিম পাতাঃ নিম পাতা হল শান্তির প্রতীক। তাই নিমপাতা নিবেদন করলে দেবীর ক্রোধ শান্ত হয়। নিমপাতা যুদ্ধের সময় দেবীকে শান্ত রাখতে সাহায্য করেছিল। দেবীকে নিমপাতা অর্পণ করলে শান্ত-সুস্থ জীবন পাওয়া যায়।
৩) জবা ফুলঃ লাল রঙ দেবীর অত্যন্ত প্রিয়। জবা ফুলের আকৃতি ও দেবী কালরাত্রি জিভের মতো এবং এই ফুল দেবীর হিংস্রতার প্রতীক। তাই দেবীকে জবা ফুল নিবেদন করা হয়।