বাংলাদেশে হাসিনা সরকারের পতন ঘটেছে বেশ কয়েকমাস কেটে গিয়েছে! নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তবর্তী সরকার গঠিত হয়েছে। এই মুহূর্তে বাজারে দাম নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ ইউনূস সরকার। আলু, পেঁয়াজ সহ একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছেন। ফলে অসন্তোষ দানা বেঁধেছে মানুষের মনে।
এর মধ্যেই দাম বেড়েছে তেলের। প্রতি লিটার ৮ টাকা দাম বাড়ল বোতলজাত সয়াবিন তেলের। ফলে বাংলাদেশে এখন সোয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৭৫ বাংলাদেশি টাকায়। খোলা সয়াবিন তেল প্রতি লিটার ৮ টাকা বাড়িয়ে ১৫৭ টাকা করা হয়েছে। পাঁচ লিটারের প্রতি বোতল সয়াবিন তেল ৮৬০ টাকা ও খোলা পাম তেলের দাম ১৫৭ টাকা রাখা হয়েছে।

আলুর দামও ভীষণভাবে বেড়ে গিয়েছে। বাংলা থেকে আলু রফতানি বন্ধ হতেই প্রবল চাপের মুখে পড়েছে বাংলাদেশ। ফলে বৈঠক ডাকতে বাধ্য হয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। একটি উচ্চপর্যায়ের বৈঠক করে তিনি জানিয়েছেন, আগামী এক মাসের মধ্যে বাজারে নতুন আলু আসবে। আর তা আসলেই দাম কমবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here