সহকর্মীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল ভারতীয় বায়ুসেনার আধিকারিকের বিরুদ্ধে। মহিলা অধস্তন অফিসারকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীরের বদগাম থানায় ধর্ষণের অভিযোগে এফআইআর দায়ের করেছেন ওই মহিলা অফিসার।
প্রকাশিত খবরে দাবি, রাজধানী শ্রীনগরের বায়ুসেনা ঘাঁটির এক মহিলা ফ্লাইং অফিসার তাঁর ঊর্ধ্বতন উইং কমান্ডারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হয়েছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর করে তদন্ত শুরু করেছে। এনডিটিভিকে ভারতীয় বায়ুসেনা কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, তাঁরা তদন্তে পুরোপুরি সহযোগিতা করছেন।
মহিলা ফ্লাইং অফিসারের অভিযোগ, গত দু’বছর ধরে ধারাবাহিক ভাবে যৌন নিপীড়ন এবং মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। জোর করে মুখমেহনে (ব্লো জব) বাধ্য করার অভিযোগও তুলেছেন তিনি। তাঁর দাবি, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর বায়ুসেনা ঘাঁটির অফিসার্স মেসে বর্ষবরণের পার্টি চলছিল। সেই সময় একটি ঘরে নিয়ে গিয়ে অভিযুক্ত উইং কমান্ডার মহিলা ফ্লাইং অফিসারকে মুখমেহনে বাধ্য করেন। একসময় তিনি দৌড়ে পালিয়ে যান।