চিনের একটি বাড়ির ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানকার কিয়াং জিয়াং সেঞ্চুরি সিটির রিজেন্ট ইন্টারন্যাশন্যাল নামে ওই বাড়িতে থাকেন ২০,০০০ মানুষ। ৬৭৫ ফুট দৈর্ঘ ওই ভবনটি তৈরি করা হয়েছিল হোটেলের জন্য। পরে সেটিকে রেসিডেনসিয়াল বিল্ডিং হিসেবে ব্যবহার করা হয়।

বাড়িটি মোট ৩৯ তলা বিশিষ্ট। বিল্ডিংটির ভেতরে রয়েছে একটি বিশাল ফুড কোর্ট, বহু সুইমিং পুল, মুদির দোকান, সেলুন, ক্যাফে-সহ আরও অন্যান্য ব্যবস্থা। ওই বিশাল বাড়িতে ২০ হাজার মানুষ থাকলেও তাদের অসুবিধা বোধ হয় না। কারণ ওই বাড়িতে যা জায়গা তাতে আরও ১০ হাজার মানুষ অনায়াসে থাকতে পারেন।

সোশ্যাল মিডিয়ায় ওই বাড়িটির ছবি ভাইরাল হতেই অনেক অনেক রকম প্রশ্ন তুলেছেন। কেউ প্রশ্ন তুলেছেন, এত লোকের জল ও আবর্জনা কীভাবে ম্যানেজ করা হয়? কেউ প্রশ্ন করেছেন গোটা শহরটা কি একটা বাড়িতেই থাকে? কেউ আবার আশঙ্কা প্রকাশ করেছেন ভূমিকম্প নিয়েও।

<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>🚨 More than 20,000 people are living in this world&#39;s biggest residential building in China. <a href=”https://t.co/O3nBToayx4″>pic.twitter.com/O3nBToayx4</a></p>&mdash; Indian Tech &amp; Infra (@IndianTechGuide) <a href=”https://twitter.com/IndianTechGuide/status/1842791899830079909?ref_src=twsrc%5Etfw”>October 6, 2024</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here