পশ্চিমবঙ্গের আরজিকর হাস্পাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে ভারত রাজনীতি। বিচার চেয়ে বাংলায় তো আন্দোলন চলছেই, তার আঁচ পড়েছে রাজধানী দিল্লিতেও। এবার আরজি করের নিহত মহিলা চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করতে দিল্লি থেকে বাংলায় এলেন কেন্দ্রীয় চিকিৎসক সংগঠন আইএমএ-র সভাপতি এবং সম্পাদক।

বুধবার সকালেই কলকাতায় আসেন তাঁরা। তারপর বৈঠক সারেন রাজ্যের আইএমএ পদাধিকারীদের সঙ্গে। এরপর সোদপুরে মৃত চিকিৎসকের বাড়িতে যান আইএমএ’র সভাপতি ও সম্পাদক। পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের সময়ও চেয়েছেন তাঁরা।

সূ্ত্রের খবর, আইএমএ নেতৃত্ব বুধবার নিহত মহিলা চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করার পর ফিরে আসবেন কলকাতায়। তারপর যাবেন আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে। সেখানে আন্দোলনকারীদের কথা বলার পরিকল্পনাও রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here