আনুষ্ঠানিক ভাবে মিশে গেল টাটা গোষ্ঠীর দুই সংস্থা এয়ার ইন্ডিয়া (এআই) এবং ভিস্তারা। প্রয়াত রতন টাটার উদ্যোগ অনুসরণ করেই হল এই একত্রীকরণ।

২০২২ সালের জানুয়ারিতে সস্তার বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সঙ্গে মেশানো হয়েছিল এয়ার এশিয়া ইন্ডিয়াকে। এদিকে এই কিছুদিন আগে প্রয়াত হয়েছেন রতন টাটা। তিনি পরিকল্পনা করেছিলেন এবার ভিস্তারা সংযুকিকরণেরতাই হল শেষ পর্যন্ত। তবে একত্রীকরণের পরেও সংস্থার নাম এয়ার ইন্ডিয়া (এআই) থাকছে। ভিস্তারার বিমানগুলির নম্বর হবে চার অঙ্কের। তা শুরু হবে দিয়ে।

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তি মারফত বলা হয়েছে, নতুন সংস্থা আপাতত ৯০টিরও বেশি অভ্যন্তরীণ এবং বিদেশি বিমানবন্দরে ৫,৬০০-র বেশি সাপ্তাহিক উড়ান পরিচালনা করবে। এই কাজে ব্যবহৃত হবে মোট ২০৮টি বিমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here