ত্রাতার ভূমিকায় জেসন কামিন্স-আলবার্তো রদ্রিগেজ। জেমি ম্যাকলারেন-দিমিত্রি পেত্রাতোস’দের ব্যর্থতার দিনে প্রীতম কোটাল’দের বিরুদ্ধে মোহনবাগান’কে হারের মুখ থেকে ফেরালেন তাঁরা। শেষ মুহূর্তে এসে কেরল ব্লাস্টার্সের নিশ্চিত জয় ছিনিয়ে নিল বাগান ব্রিগেড। এই সুবাদে নির্ধারিত সময়ের শেষে ৩-২ গোলে জিতে মাঠ ছাড়লেন হোসে মোলিনা’র ছাত্ররা। শনিবারের এই ম্যাচ জেতায় তাদের পয়েন্ট দাঁড়াল ১১ ম্যাচে ২৬।

প্রথমার্ধে দুরন্ত পারফরম্যান্স করে মোহনবাগান। রক্ষণ সামলে আক্রমণে উঠছিল তারা। সেই সঙ্গে মাঝ মাঠ এবং বল দখলের লড়াইয়েও কেরল’কে টেক্কা দিচ্ছিল বাগান ব্রিগেড। বিপক্ষের বক্সের একের পর এক আক্রমণের সুবাদে ৩৩ মিনিটের মাথায় এগিয়ে যায় তারা। বক্সের বাইরে থেকে আশিস রাইয়ের জোরালো শট সচিন সুরেশ সেভ দেওয়ার পর ফিরতি বলে ছোট্ট টোকা মেরে জালে বল জড়িয়ে দেন জেমি ম্যাকলারেন। যদিও দ্বিতীয়ার্ধে দৃষ্টিনন্দন ফুটবল খেলতে পারেনি মোহনবাগান। একের পর এক ভুল ব্যাকফুটে ঠেলে দেয় তাদের। ৫১ মিনিটের মাথায় অধিনায়ক শুভাশিস বসু’র ভুলে ম্যাচের ফলাফল ১-১ হয়ে যায়। বিশাল কাইথের পাস ধরে ক্লিয়ার করে দিতে পারতেন, কিন্তু একটু বেশি নিয়ে ফেলেন তিনি। এই সুযোগ কাজে লাগিয়ে কেরল’কে সমতায় ফেরান জেসুস জেমিনেজ। ৭৭ মিনিটে আদ্রিয়ানের ফ্রি কিক থেকে ধেয়ে আসা বল তালুবন্দি করতে পারেননি বিশাল। বাগান গোলরক্ষকের হাত থেকে বল মাটিতে পড়া মাত্র সেটিকে গোলে প্রবেশ করান দানিশ(১-২)। ম্যাচের শেষের দিকে জেসন কামিন্স নেমে ফলাফল ২-২ করেন। সংযোজিত সময়ে গোল করেন আলবার্তো। এই সুবাদে ৩-২ গোলে জিতে মাঠ ছাড়ে মোহনবাগান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here