সামনেই কালীপুজো। এদিকে দীপান্বিতা অমাবস্যার আগেই আসে ভূত চতুর্দশী। ভূত চতুর্দশীর দিনই মুক্তি পেতে চলেছে ‘নিকষছায়া’। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় আবার ফিরছেন নীরেন ভাদুড়ি। এর আগে হইচই প্ল্যাটফর্মে নীরেন ভাদুড়ি সিরিজের প্রথম অংশটি বেশ জনপ্রিয় হয়েছিল। এবার মুক্তি পেতে চলেছে দ্বিতীয় অংশ। তার আগে নিজের বাস্তব জীবনের ভৌতিক অভিজ্ঞতা শোনালেন পরমব্রত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, অনেক হয়েছে এমনটা যেমন নয়, তেমনি আবার একেবারেই হয়নি সেটাও বলা যাবে না। কিছু কিছু জায়গায় ঢুকে অদ্ভূত অনুভূতি হয়েছে, গায়ে কাঁটা দিয়েছে, খটকা লেগেছে। মনে হয়েছে যে এখানে থাকার দরকার নেই। তিনি রাতে খুব একটা ঘুম থেকে ওঠেন না। অথচ ভাড়া বাড়িতে থাকতে গিয়ে বারবার ঘুম ভেঙেছে।

একটি অভিজ্ঞতা বলতে গিয়ে পরমব্রত জানান, মুম্বইতে একটি ভাড়া বাড়িতে এক দু’রাত একা কাটানোর পর তাঁর সঙ্গে যিনি থাকেন তিনি বলেছিলেন, ওই বাড়িতে আর থাকবেন না। তাঁর সবসময় মনে হয়েছে বাইরের ঘরে কেউ পায়চারি করছে, সারা রাত ধরে আওয়াজ হচ্ছে। তখন পরমব্রতও অবাক হয়ে বুঝেছেন যে ওই বাড়িতে একা থাকার সময়ই রাতে বারবার ঘুম ভেঙে যেত তাঁর। ক্রমাগত শরীর খারাপ হত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here