বহু নারীদের সমস‌্যার বিষয় হল মুখে ব্রণর সমস্যা। আপনি নিজে অনেক সাজগোজ করেছেন কিন্তু সমস্ত নাম্বার কাটা যায় মুখভর্তি ব্রণতেই। দুই গালে তো বটেই, কপালে, থুতনিতেও ব্রণয় ভর্তি। আপনি যতই নামীদামি প্রোডাক্ট ব‌্যবহার করুন না কেন কোনও কিছুতেই এই সমস‌্যা একেবারেই মিটতে চায় না।

তবে বাজারের প্রসাধনী ব্যবহার থেকে শুরু করে ঘরোয়া টোটকা ব‌্যবহার করে দেখতে পারেন। সে ক্ষেত্রে একবার রসুন ব্যবহার করে দেখা যেতে পারে।রসুনের অ্যালিসিন নামক রাসায়নিক উপাদান ব্রণ, ফুস্কুড়ি, দাগছোপ থেকেও রেহাই দিতে পারে।

আগে জেনে নিন ব‌্যবহারের পদ্ধতি

ত্বক চিকিৎসকেদের পরামর্শ অনুযায়ী, রসুনের দুটি কোয়া থেঁতো করে নিয়ে তার সঙ্গে অল্প দুধ ও গোলাপজল মিশিয়ে ঘন মিশ্রণ করে নিন। এই মিশ্রণ ব্রণর উপরে লাগিয়ে বেশ কিছুক্ষণ পর ধুয়ে নিন। সপ্তাহে তিন থেকে চার দিন করে দেখতে পারেন। তবে অবশ‌্যই নিজের ত্বকের ধরণ অনুযায়ী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here