সল্টলেকের মহিষবাথানে এক যুবককে বর্ষবরণের রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করার অভিযোগ উঠল। ওই যুবক ডেলিভারি বয় হিসাবে কাজ করতেন। তাঁর বন্ধুদের দিকে অভিযোগের আঙুল উঠেছে।

নিহত যুবকের নাম সুব্রত মাঝি (২৬)। সল্টলেকের মহিষবাথানের উদয়ন পল্লির বাসিন্দা ছিলেন তিনি। ১ জানুয়ারি দুপুরে তাঁর মৃত্যু হয়েছে। যুবকের পরিবার সূত্রে খবর, ৩১ ডিসেম্বর রাত সাড়ে ১০টা নাগাদ সুব্রতকে এক বন্ধু ফোন করেছিলেন। বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। কিন্তু রাত গভীর হলেও যুবক বাড়ি ফেরেননি দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। ফোনেও আর তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে অভিযোগ। পরের দিন বুধবার যুবককে উদ্ধার করা হয় আহত অবস্থায়। ওই দিন দুপুরেই তাঁর মৃত্যু হয়।

ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ ওই যুবকের কয়েক জন বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তবে এখনও পর্যন্ত স্পষ্ট নয়, কী কারণে এই হত্যা। যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here