বাড়িতে শৌচালয় তৈরির সময় বাস্তুর নিয়ম মেনে চলা খুবই জরুরি। আসুন জেনে নিই ঘরের কোন জায়গায় বাথরুম তৈরি করা উচিৎ।
টয়লেট তৈরির সেরা দিক হল পূর্ব দিক। এছাড়াও উত্তর দিকে শৌচালয় নির্মাণ করাও ভাল। এই দিকে টয়লেট তৈরি করলে জীবনে কোনও ধরনের সমস্যা হয় না।
টয়লেট সিট উত্তর বা দক্ষিণ দিকে মুখ করে করা উচিত। কখনওই পূর্ব-পশ্চিম দিকে মুখ করে বসা উচিত নয়। এছাড়া দক্ষিণ ও পশ্চিম দিককেও টয়লেট নির্মাণের জন্য সেরা বলে মনে করা হয়। আপনি এই সব দিকে বাথরুম নির্মাণ করতে পারেন। টয়লেটের সামনে যেন রান্নাঘর না থাকে, এটা মনে রাখবেন।
এবার যদি আপনার বাড়িটি নতুন না হয়, তৈরি বাড়ি কেনেন তখন তো বাস্তুর নিয়ম মেনে চলা সম্ভব নয়। সেক্ষেত্রে বাড়ির বাস্তু দোষ দূর করতে প্রধান দরজা সবসময় পরিষ্কার রাখুন। ঘরের চৌকাঠ একটু উঁচু করার চেষ্টা করুন, প্রয়োজনে কাঠ ব্যবহার করুন। প্রধান ফটকে গণেশের মূর্তি স্থাপন করুন।