কুকুর আগাগোড়াই মানুষের বন্ধু। কালো কুকুর ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে। জ্যোতিষশাস্ত্রে এটাও বলা হয়েছে যে, ঘরে কালো কুকুর রাখলে সমস্ত গ্রহ শান্ত থাকে। শুধু তা-ই নয়, ঘরকে খারাপ দৃষ্টি থেকে রক্ষা করতেও তারা খুবই উপকারী। এছাড়াও কুকুর পালন শনি এবং কেতু গ্রহকে শান্ত করে এবং ভাল ফল দেয়।

শাস্ত্র অনুসারে, শনি, রাহু ও কেতুকে শান্ত রাখার জন্য বাড়িতে কুকুর পালন করা সেরা সমাধান। নানা অসুবিধার কারণে অনেকেই অনেকেই বাড়িতে কুকুর রাখতে পারেন না। বাড়িতে যদি কুকুর রাখতে না পারেন তবে রাস্তায় কুকুরকে রুটি খাওয়াতে পারেন।

কুকুরকে খাওয়ালে এবং সেবা করলে শনিদেব খুশি থাকেন। জ্যোতিষ শাস্ত্রে এমনই বলা হয়েছে। যাঁদের কুণ্ডলীতে শনি অশুভ অবস্থানে আছে। যাদের শনির মহাদশা, সাড়ে সাতি বা ঢাইয়া রয়েছে, তাঁদের অবশ্যই প্রতিদিন কুকুরকে খাবার খাওয়ানো উচিত। কুকুরের সেবা করলেও শনি গ্রহের কারণে সৃষ্ট ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here